
ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট: বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালে লালমনিরহাটের বিভিন্ন জায়গায় আ’লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীর আলম ওরফে ন্যাড়া জাহাঙ্গীর নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আ’লীগের আরো ৪জন নেতাকর্মী। এ সময় পুলিশ ও সাংবাদিকের গাড়িসহ ৫টি গাড়ি ভাংচুর করা হয়।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরতালের সমর্থনে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করার জন্য মাঠে নামলে আ.লীগের নেতাকর্মীরা তাতে বাঁধা দেয়। পরে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপির পিকেটারদের হামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ওরফে ন্যাংড়া জাহাঙ্গীর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু আহমেদ গুরুতর আহত হয়। পরে তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
এছাড়াও জেলা শহরে বিএনপি কর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে আ.লীগের সরভ ভূমিকায় তা পন্ড হয়ে যায়। যদিও বিএনপির কিছু নেতাকর্মী চোরাগুপ্ত হামলা চালিয়ে সাংবাদিকের গাড়িসহ ৩/৪টি মোটরসাইকেল ভাংচুর করে।
জেলা শহরে বিএনপির কিছু নেতা কর্মীকে মাঠে দেখা গেলেও আ.লীগ মাঠে নামায় লালমনিরহাট থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। সকালে শহরের মিশনমোড়ে বিক্ষোভ ও পিকেটিং করার সময় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পড়ে হরতাল সমর্থন কারীরা।