(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় বিএনপি পন্থিদের আ. লীগে যোগদান

ডেস্ক রিপোর্ট: বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুড়িয়ে মানুষ হত্যা, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকা দেখে ঘৃণা সৃষ্টি হওয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বরিশালের বানারীপাড়ায় বিএনপিপন্থি কলেজ অধ্যক্ষসহ ১১ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

গতকাল রোববার সকালে অনুষ্ঠিত বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপজেলার উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব অংশ নেন। সমাবেশ শেষে তারা আওয়ামী লীগ কার্যালয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেন।

একই দিন দুপুরে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. সামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ খানম, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো, নজরুল ইসলাম, প্রভাষক কাজি আলী হায়দার, প্রদর্শক (শিক্ষক) মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষক, মো. মিজানুর রহমান লিখিত আবেদন করে ও দলীয় প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেন।

অধ্যক্ষের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডির সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email