(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রামবাসী

ডেস্ক রিপোর্ট: রাত পোহালেই চট্টগ্রামে আসছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বহুল প্রত্যাশিত মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন আনোয়ারার কোরিয়ান ইপিজেডের মাঠে। প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে চট্টগ্রাম সেজেছে নবরূপে। নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কজুড়ে এখন তোরণের ছড়াছড়ি। রঙিন ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে সেজেছে নগরী। উৎসবের আমেজ চট্টগ্রামজুড়ে। শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকাসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অধীর আগ্রহে চট্টগ্রামবাসী। এর মধ্যে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনী আমেজটা ঠিক নির্বাচনী উৎসবের মতো। তাই পুরো চট্টগ্রামেই বিরাজ করছে উৎসবের আমেজ। নিরাপত্তা চাদরে ঢেকে গেছে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা এবং নগরের পতেঙ্গা থানা এলাকা। জনসভাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সাড়ে হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকছে। এছাড়া জনসভাস্থল ও আশপাশের এলাকায় থাকছে সিসি ক্যামেরা।

আজ শনিবার সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টানেল পাড়ি দিয়ে আনোয়ারায় গিয়ে কোরিয়ান ইপিজেডের মাঠে জনসভায় যোগ দেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম। রংতুলির আঁচড়ে বিবর্ণতা দূর করে নবরূপ পেয়েছে বন্দরনগরী। ভাঙাচোরা সড়ক সংস্কার করা হয়েছে। ফুটপাত, সড়কদ্বীপ, ফ্লাইওভারে পড়েছে রঙের ছোঁয়া।
আনোয়ারা কেইপিজেড মাঠ কয়েকদফা পরিদর্শন করেছেন দায়িত্বশীল নেতারা। সাড়ে ৯ লাখ বর্গফুটের মাঠে নির্মাণ করা হচ্ছে নৌকার আদলে সাত হাজার বর্গফুটের বড় মঞ্চ। এই মঞ্চে একসাথে ৩০০ নেতা বসতে পারবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email