ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ ও বিএনপিকে আগামীকাল শনিবার তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে আওয়ামী লীগ তাদের পছন্দের জায়গা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি তাদের পছন্দের জায়গা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। কিন্তু জামায়াতকে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার জানান, বিএনপিকে কয়েকটি শর্তসাপেক্ষে নয়াপল্টনে মহাসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আওয়ামী লীগকেও তাদের পছন্দের জায়গা বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীকে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। এরপরেও যদি দলটি সমাবেশ বা কোনো ধরনের জমায়েত করার চেষ্টা করে, সেক্ষেত্রে কঠোর হবে পুলিশ।এর আগে, দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির শীর্ষস্থানীয় কর্মকর্তারা আজ বিকেল চারটার দিকে বৈঠকে বসেন। বৈঠকে দুই দলকে শর্তসাপেক্ষে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়।