(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সরকারের ধারাবাহিকতা থাকায় উন্নয়ন সম্ভব হচ্ছে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়ায় এবং সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের সব খাতের উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে।

আজ সোমবার গণভবনে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।বিএনপি জামাত জোটের চিন্তার দৈন্যতা থাকায় মানুষের কল্যাণে কিছুই করতে পারেনি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়ন করা ৪৩০টি খাল ও ছোট নদীর খনন এবং ৮০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬৫টি আই সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভিন্ন জেলার সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির অমূল্য সম্পদ পানির অপচয় রোধ করে এই সম্পদ সংরক্ষণ করা এখন সবচেয়ে জরুরী। প্রকল্প বাস্তবায়নের নামে জলাধার ও ফসলী জমি নষ্ট করা যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।

দেশের ৬৫টি কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা ব্যবস্থা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকসহ বিনা পয়সায় চক্ষু সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়ন ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্যও নানা পরিকল্পনা নেয়া হয়েছে।

আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়ায় সব ক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় অতীতে বিএনপি জামাত জোট মানুষের কল্যাণে কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email