ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়ায় এবং সরকারের ধারাবাহিকতা থাকায় দেশের সব খাতের উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে।
আজ সোমবার গণভবনে ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।বিএনপি জামাত জোটের চিন্তার দৈন্যতা থাকায় মানুষের কল্যাণে কিছুই করতে পারেনি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়ন করা ৪৩০টি খাল ও ছোট নদীর খনন এবং ৮০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৬৫টি আই সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন জেলার সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির অমূল্য সম্পদ পানির অপচয় রোধ করে এই সম্পদ সংরক্ষণ করা এখন সবচেয়ে জরুরী। প্রকল্প বাস্তবায়নের নামে জলাধার ও ফসলী জমি নষ্ট করা যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।
দেশের ৬৫টি কমিউনিটি সেন্টারে চক্ষু চিকিৎসা ব্যবস্থা উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকসহ বিনা পয়সায় চক্ষু সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রযুক্তিগত উন্নয়ন ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্যও নানা পরিকল্পনা নেয়া হয়েছে।
আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় থাকার সুযোগ করে দেয়ায় সব ক্ষেত্রে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় অতীতে বিএনপি জামাত জোট মানুষের কল্যাণে কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।