(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে সব সময় ফেবারিট অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাও থাকে গোনার মধ্যে। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এ দুই দল এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি। উভয় দলই দুই ম্যাচ খেলে হেরেছে দুটিতে। আজ তাই জয়ের খাতা খোলার জন্য মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এরইমধ্যে লক্ষ্ণৌতে হয়ে গেছে টস। জিতেছে শ্রীলঙ্কা। উইকেট ও আবহাওয়ার কথা মাথায় রেখে দলটি আগে নিয়েছে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

এবারের বিশ্বকাপ ভারতের কাছে হার দিয়ে শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার। পরের ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ব্যবধানে লজ্জার হারের স্বাদ নেয় অসিরা।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে লঙ্কানদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল। পরের ম্যাচে দারুণ ব্যাটিং করেও পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে দলটি। তবে সব ভুলে আজ তাদের চোখ জয়ে।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। এরমধ্যে জয়ের পাল্লা ভারী অজিদেরই। ৬৩টি জয় পেয়েছে তারা। ৩৫টি জয় আছে লঙ্কানদের। বাকি ৪ ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ১১বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে ৮ বার, শ্রীলঙ্কার জয় মাত্র ২টিতে। আর ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৯৯৬ সালের পর বিশ্বকাপে সাতবারের দেখায় অস্ট্রেলিয়াকে একবারও হারাতে পারেনি শ্রীলঙ্কা। ২০১৯ সালে সর্বশেষ বিশ্বকাপেও ৮৭ রানে জিতেছিল অজিরা।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।

শ্রীলঙ্কার একাদশ:

কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুনিথ ওয়েললাগে, লাহিরু কুমারা,ও দিলশান মাদুশঙ্কা, ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email