(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে আগুনে পুড়লো ১০ ব্যবসা প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন মসজিদ মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০-৩৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে টিনশেড মার্কেটটিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরমধ্যেই ১০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়।ক্ষতিগ্রস্থ ব্যবসসায়ীরা জানান, আগুন লাগার খবর শুনে ছুটে যান তারা। অনেকে কিছু কিছু মালামাল বের করতে সক্ষম হলেও বেশিরভাগ দোকানী কোন কিছুই উদ্ধার করতে পারেননি।আগুনে ক্ষতিগ্রস্থ হাজী বিরিয়ানি দোকানের মালিক মো. সোহেল জানান, প্রতিদিনকার মতো ভোরে তার খাবার দোকানে আসার জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হোন। ৭ টার দিকে আাগুন লাগার খবর শুনে তাড়াহুড়ো করে এসে দেখেন নিজের দোকানটি একদম পুড়ে ছাঁই হয়ে গেছে।অপর এক ব্যবসায়ী মো. আলম বলেন, তার মোবাইল ও সার্ভিসিং-এর দোকান ছিল। সবই পুড়ে গেছে। খবর পেয়ে আসতে আসতে দেখেন দোকানের আর অবশিষ্ট কিছুই নেই। ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দীঘিনালা ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ভোর ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা করে একটি ইউনিট। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমকিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email