ডেস্ক রিপোর্ট: ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় রাজধানীর বিভিন্ন ভবনে থাকা লোকজনের কম্পন অনুভূত হয়।বাংলাদেশ আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে। তবে সুনির্দিষ্ট স্থান এখনও জানা যায়নি। উৎপত্তির সুনির্দিষ্ট স্থান জানতে কাজ চলছে।এ ছাড়া ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।