(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

বিএন‌পির দিবাস্বপ্ন পূরণ হ‌বে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ডেইলি বাংলাদেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলে‌ছেন, নির্বাচনে কোনো তত্ত্বাবধায়কও সরকার হবে না। প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না। বিএন‌পির দিবাস্বপ্ন পূরণ হ‌বে না। বিএনপি নির্বাচনে না এলেও বিরোধী দলবিহীন নির্বাচন হবে না। অনেক দল আছে, তারা নির্বাচনে আসবে, নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।সোমবার বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণার সময় তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মার্কিন যে কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, সেখানে কোনো মার্কিন কংগ্রেসম্যান তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি।

সেতুমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। ফখরুল সাহেব দিবাস্বপ্ন দেখেন। এই দিবাস্বপ্নে কিছু হবে না। এর আগেও তারা ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবাস্বপ্ন দেখেছেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email