(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ শপথ নিবেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিবেন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল হক কাকার।এরইমধ্যে বালুচিস্তান আওয়ামী পার্টি’র সদস্য এবং প্রাদেশিক পার্লামেন্টের সিনেটর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। রাতেই টুইটার বার্তায় সেটি নিশ্চিত করেন। তিনি পাকিস্তানের ৮ম অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কর্ম-সম্পাদনের জন্য সবার কাছে করেন দোয়া প্রার্থণা। বিদায়ী প্রধানমন্ত্রী এবং বিরোধী দলগুলোর মধ্যে দু’দফা আলোচনার পর শনিবার কাকারের নাম চূড়ান্ত হয়। প্রেসিডেন্ট তার নাম ঘোষণার পরই দেশটির বিভিন্ন রাজনৈতিক দল এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। অক্টোবরে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।তিনি ২০১৮ সালে বালুচিস্তান থেকে ছয় বছরের জন্য সিনেটর নির্বাচিত হন। ২০২৪ সালের মার্চে তার মেয়াদ শেষ হওয়ার কথা।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email