(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যেগে ভ্যানগাড়ি বিতরণ

ডেস্ক রিপোর্ট:   বাগেরহাট জেলা পরিষদের উদ্যেগে দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। রোববার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভ্যান বিতরণ করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. শরিফা খানম, সদস্য আ: রাজ্জাক, হুমায়ুন করিম, সোমা ভট্টাচার্য, সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন, প্রশাসকিন কর্মকর্তা এ কে এম জাকির, হিসাব রক্ষক আলী আশরাফ, প্রধান সহকারী গৌরঙ্গ কুমার পাল, উচ্চমান সহকারী মো: শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।জেলা পরিষদের সামাজিক কল্যাণমূলক প্রকল্প, দরিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রকল্পের আওতায় ৯টি উপজেলার ২৫৪জন অসহায় ও দরিদ্রের মাঝে এই ভ্যান বিতরণ করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দরিদ্ররা ভ্যান পেয়ে সন্তোষ প্রকাশ করে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email