ডেস্ক রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ১৪৭ জন মারা গেছেন। আর চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৯৮।রবিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২,৯০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৮৫,৪১১ জন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে আর চারজনের ঢাকার বাইরের অন্যান্য হাসপাতালে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,০৪২ জন আর ঢাকার বাইরে ১,৮৬৩ জন।চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগিদের মধ্যে ঢাকায় ৪২,৭৪৬ জন ও ঢাকার বাইরে ৪২,জন ভর্তি হন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।