(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে শিক্ষককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে গফরগাঁওয়ে ডাকাতি করতে গিয়ে শিক্ষককে হত্যার দায়ে দুই ভাইসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন বাশিয়া গ্রামের সাফত আলীর দুই ছেলে আব্দুর রশিদ (৪৫), আব্দুর রাশিদ (৪৮), রজব আলীর ছেলে আবুল বাসার (৪৭), সেকান্দার আলীর ছেলে মো. জিন্নাহ (৭০) ও সিরাজ উদ্দিনের ছেলে মো. রাসেল (৪৬)।
আদালতে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচ আসামিকে হত্যা মামলায় যাবজ্জীবন এবং রাতের আঁধারে বাড়িঘরে হামলার মামলায় যাবজ্জীবন কারাদ- দেন বিচারক। দুই মামলার সাজা একসঙ্গে চলবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email