(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

খুলনার ডুমুরিয়ায় একটি ক্লিনিক ক্লিনিক

ডেস্ক রিপোর্ট: খুলনার ডুমুরিয়ায় একটি ক্লিনিক সিলগালা এবং ক্লিনিক মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চুকনগরের হালিমা মেমোরিয়াল ক্লিনিকে অভিযান চালিয়ে এই দণ্ড দেন আদালত।

এই অভিযান পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন , ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রিফাত রহমান , ডা. মো. মেহবুব হোসেন সাব্বির, ডুমুরিয়া থানার এস আই প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উক্ত ক্লিনিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে আসছে। সর্বশেষ কয়েকদিন আগে ক্লিনিকটিতে ভুল অপরেশনের কারণে এক স্কুলছাত্রী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনাকালে সেখানে কোন ডাক্তার , নার্স , আয়া কেউ ছিল না। ওই ক্লিনিকে কোন সার্জন অস্ত্রপচার করেন , কে এ্যানেস্থেশিয়া দেন তার কোন কিছুই ক্লিনিক কতৃর্পক্ষ জানাতে পারেননি। ক্লিনিকের প্রতিটি কক্ষ , বিছানা , আসবাসপত্র নোংরা। তাছাড়া ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন করা হয়নি।এসব অপরাধে ক্লিনিকটি অনির্দিষ্ট কালের জন্যে সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email