(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের পাঞ্জাবে বোমা হামলায় নিহত ৯

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে একাধিক বোমা হামলা নয়জন নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) দেশটির দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এই হামলাগুলোর ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ আগস্ট) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।পুলিশ জানিয়েছে, যে ঘরে বোমার বিস্ফোরণ ঘটানো হয় সেটিতে শিশুদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হতো। শক্তিশালী বিস্ফোরণের পর ঘরটির আশপাশে থাকা মাটির তৈরি আরও এক ডজনের বেশি ঘর ধসে পড়ে।স্থানীয় পুলিশপ্রধান কামরান খান বলেন, ঘরের ভেতরে রাখা বিস্ফোরক থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন তারা।এদিকে মিয়াঁ চান্নু সদর হাসপাতালের এক চিকিৎসক জানান, হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email