(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী পালিত

জেলায় আজ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এছাড়াও বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, সেলাই মেশিন বিতরণ, মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনাসভার বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী প্রমুখ।আলোচনাসভা শেষে জেলা প্রশাসনের উদ্যাগে অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।এদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

—- বাসস

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email