(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, ৮ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। । এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩ জন। ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার কায়েশ উদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ৮ টায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ও প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকনিকের ট্রলারটি পদ্মা নদী ঘুরে নিজ এলাকা লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠী গ্রামে যাচ্ছিল। ট্রলারে প্রায় ৪৬ জন যাত্রী ছিলো বলে জানা যায়।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই এবং দুর্ঘটনায় কবলিত ট্রলারটি উদ্ধারের কাজ চালাচ্ছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দুর্ঘটনার পর ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস  জানান, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন শিশু ও চারজন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, এ পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও চার জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবরি টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email