(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

মণিপুরে ২৪ ঘণ্টায় সংঘর্ষে ৬ জন নিহত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সংঘর্ষপ্রবণ মণিপুরে বিভিন্ন অঞ্চলে পিতা-পুত্রসহ ৬ জন নিহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্ত এলাকায় দিনব্যাপী হামলায় আরও প্রায় ১৬ জন আহত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সেনাবাহিনী এই এলাকায় একটি বড় চিরুনি অভিযান শুরু করেছে। পুরো ইম্ফলে আজও কারফিউ জারি আছে।দুই সপ্তায় মধ্যে গত শনিবার (৫ আগস্ট ) ছিল মণিপুরের সবচেয়ে মারাত্মক দিনগুলির মধ্যে একটি, এ দিন বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্তের বেশ কয়েকটি জায়গায় দিনব্যাপী গোলাগুলিসহ মর্টার এবং গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে।
গতকাল বিষ্ণুপুর জেলার কোয়াকতা এলাকার একটি গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়। সেনাবাহিনী বলছে, নিহত দুজনকে কাছ থেকে গুলি করা হয়েছে পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
৩ মে প্রথম সহিংসতা শুরু হলে এই গ্রামবাসীরা আশ্রয় শিবিরে পালিয়ে যায় । নিহত পিতা-পুত্র আশ্রয়শিবিরেই বসবাস করছিলেন কিন্তু শুক্রবার তাদের গ্রাম পাহারা দিতে ফিরে এসেছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email