ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৫ জন।রবিবার (৬ আগস্ট) দক্ষিণ সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
দেশটির রেলমন্ত্রী খাজা সাদ রফিক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এটি বড় দুর্ঘটনা। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এতে অন্তত ১৫ জন যাত্রী নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা মহসিন সিয়াল বলেন, হাজারা এক্সপ্রেস করাচি থেকে অ্যাবোটাবাদ যাচ্ছিল। এটির আটটি বগি লাইনচ্যুত হয়।প্রাদেশিক রেলওয়ে কর্মকর্তা ইজাজ শাহ এএফপিকে বলেন, বেশ কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা ছবিতে আহত অনেককে দেখা গেছে। কেউ কেউ দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন।পাকিস্তানের অত্যন্ত পুরাতন রেল ব্যবস্থায় প্রায়ই দুর্ঘটনা ও লাইনচ্যুতির ঘটনা ঘটে।২০২১ সালের জুনে সিন্ধুর ডাহারকির কাছে দুটি ট্রেন সংঘর্ষে কমপক্ষে ৬৫ জন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়।সেই দুর্ঘটনায়, একটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে বিপরীত ট্র্যাকে চলে যায়। এটির সঙ্গে আরেকটি ট্রেনের সংঘর্ষ ঘটলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।২০১৯ সালের অক্টোবরে তেজগাম এক্সপ্রেস ট্রেনে আগুনে কমপক্ষে ৭৫ জন যাত্রী পুড়ে মারা যায়।এছাড়া ২০০৫ সালে ঘোটকিতে দুটি ট্রেনের সংঘর্ষে ১০০ জনেরও বেশি মানুষ মারা যায়।তবে চীনের সহযোগিতায় অবকাঠামো প্রকল্পের অংশ হিসেবে রেলপথের উন্নতির চেষ্টা করছে পাকিস্তান।