(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৯৫ জন, মৃত্যু হয়েছে ১০ জনের

ডেস্ক রিপোর্ট: শনিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৯৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১ হাজার ৬৯ জন আর ঢাকার বাইরে ১ হাজার ৪২৬ জন। মৃত ১০ জনের ৭ জন ঢাকার। বাকি ৩ জন ঢাকার বাইরে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার রোগী ছিলো ১ হাজার ৭৫৭ জন আর ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রোগী ছিলো ২ হাজার ৫৮৯ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। বুধবার ২ হাজার ৭১১ জন রোগী ও ১২ জনের মৃত্যু; মঙ্গলবার এ সংখ্যা ছিলো যথাক্রমে ২ হাজার ৫৮৪ জন ও ১০ জন। চলতি বছর সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছিল ১৯ জুলাই। ওই দিন মৃত্যু হয়েছিল ১৯ জনের। আর সর্বোচ্চ রোগী ছিলো ৩০ জুলাই, ২ হাজার ৭৩১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ হাজার ৯৬৮ জন। এদের মধ্যে ছাড়াপেয়েছেন ৫৪ হাজার ৩৩১ জন। প্রাণহানীর সংখ্যা ৩০৩ জন। এর মধ্যে ২৪১ জনই ঢাকার এবং বাকি ৬২ জন ঢাকার বাইরের। লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে ১৭০ জন নারী এবং ১৩৩ জন পুরুষ। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৮০ জন আর অনান্য বিভাগে ভর্তি ৪ হাজার ৬৫৪ জন।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email