ডেস্ক রিপোর্ট: দেশে রবিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মৃতের সংখ্যা হলো ৩১৩।এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৭৬৪ জন। যা এ বছর এক দিনে সর্বোচ্চ।এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭৩২ জনে।রবিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশে ডেঙ্গুর এমন পরিস্থিতির মধ্যে আশার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক শাহাদাত হোসেন বলেছেন, চলতি আগস্ট মাসের শেষে ডেঙ্গুর প্রকোপ কমে আসতে পারে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ঢাকার বাইরের এক হাজার ৬৮৬ জন। আর ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৭৮ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৩৪৭ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ঢাকায় চার হাজার ৬০৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় চার হাজার ৭৪২ জন।