(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের সরারচর স্টেশনে এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে স্টেশন এলাকায় পয়েন্ট পরিবর্তনের সময় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। এর ফলে কিশোরগঞ্জ-ভৈরব লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ট্রেনে চলাচলকারী যাত্রীরা।কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটিও সরারচর স্টেশনে আটকা পড়েছে।মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email