(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারি বৃষ্টি আরও দুই দিন

ডেস্ক রিপোর্ট: শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, আরও দুইদিন পর ভারি বৃষ্টির প্রবণতা কমতে পারে।শুক্রবার বেলা ১২টার পর থেকে ঘণ্টা দেড়েকের ঝুম বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম জানান, রাজধানীতে এদিন বিকাল ৩টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরে সন্ধ্যা পযন্ত আরও ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৮৮ মিলিমিটার।

তিনি বলেন, “মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সর্বত্র বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ প্রবণতা আরও দু’দিন থাকবে। পরবর্তীতে সামান্য পরিবর্তন হতে পারে।”

এ আবহাওয়াবিদ আরো জানান, শনিবারও ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে। অতি ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে।

রাতভর বৃষ্টিতে শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা যায়। সাড়ে ৭টার দিকে নগরীর অন্যতম প্রধান লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড়ের একাংশ ধসে রাস্তায় একটি মাইক্রোবাসের উপরে পড়ে। সড়কটির এক পাশ বন্ধ হয়ে যাওয়ার পর দুই ঘণ্টার চেষ্টায় মাটি সরিয়ে রাস্তা সচল করা হয়।

এদিকে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email