(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভর্তি পরীক্ষা উপলক্ষে জাঁকজমক সেজেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট: দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (৫ আগস্ট)। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর।এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে জাঁকজমক সেজেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। পরীক্ষার আগের রাতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে ক্যাম্পাসের প্রধান ফটকজুড়ে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন স্টল তৈরি করেছে।

এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। আলোকবাতি আর বিভিন্ন ব্যানারে সাজানো হয়েছে স্টলগুলো। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। রাতে স্টলগুলো পরিদর্শন করেন বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email