(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: টানা বর্ষণের ফলে সম্ভাব্য দুর্ঘটনা থেকে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন খান স্বাক্ষরিত জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই নির্দেশনা জারি করেছেন।
এতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলায় চলমান অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে ৫ই আগস্ট শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জরুরি সরকারি কাজে নিয়োজিত নৌযানসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email