(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

আইনজীবী বাপ্পী হত্যা: স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে অ্যাডভোকেট ওমর ফারুক বাপ্পি (৩৩) হত্যা মামলায় স্ত্রীসহ দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই আদেশে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হচ্ছ-বাপ্পির স্ত্রী রাশেদা বেগম (২৭) ও হুমায়ুন রশিদ (২৮) নামে আরেক আসামি। একই সঙ্গে আসামি আল আমিন (২৮), আকবর হোসেন ওরফে রুবেল ওরফে সাদ্দাম (২৩) এবং মো. পারভেজ ওরফে আলীকে (২৪) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আসামি জাকির হোসেন ওরফে মোল্লা জাকিরকে (৩৫) খালাস দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জসিম উদ্দীন এ রায় দেন। এ সময় আসামি আল আমিন ও পারভেজকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুর রশীদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সেশন জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে ৩৩ বছর বয়সি তরুণ আইনজীবী বাপ্পির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো এবং স্পর্শকাতর অঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়।

তার গ্রামের বাড়ি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী এলাকায়। তার বাবার নাম আলী আহমেদ। মায়ের নাম মনোয়ারা বেগম। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন বাপ্পি। ঘটনার পর বাপ্পির বাবা আলী আহমেদ বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email