(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মিয়া গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন ধরে পলাতক থাকা যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার মোরশেদ মিয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানীর শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত আসামি মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ মিয়া দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email