(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।গতকাল শনিবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর ঈদগাঁও মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ১০০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ মো. কামাল হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মাদকসহ একজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় দেবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email