(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ইউক্রেনে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত চীনা কনস্যুলেট, পৃথক ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে থাকা চীনের এক কনস্যুলেট ভবন। এ ছাড়া রুশ বাহিনীর পৃথক এক হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়।

রয়টার্স ও বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের মত বিমান হামলা চালায় রাশিয়া যেখানে বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপারের প্রকাশিত এক ছবিতে কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওদেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যায়। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়াকে সমর্থন করে আসছে চীন। কিন্তু রুশ এই হামলার বিষয়ে চীন বা রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া মেলেনি। রয়টার্স

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email