চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দু’টি মামলা হয়েছে নগরীর খুলশী থানায়। মহিউদ্দিন বাচ্চুর পক্ষে আরিফুল ইসলাম এবং পুলিশের পক্ষে খুলশী থানার এক পুলিশ কর্মকর্তা মামলা দু’টি দায়ের করেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বাসস’কে জানান, বিএনপির পদযাত্রাশেষে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর লালখান বাজারস্থ জমিয়তুল ফালাহ মসজিদের মূল গেটের বিপরীতে মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় তাঁর পক্ষে আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি খুলশী থানায় আজ মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা আড়াইশ-তিনশ’ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে পুলিশের পক্ষ থেকে খুলশী থানার এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। এখানেও সমসংখ্যক লোককে আসামি করা হয়েছে। আমরা প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট আসামি করেছি এবং গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
উল্লেখ্য, বিএনপির পদযাত্রাশেষে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদের সামনে দিয়ে বিএনপির নেতাকর্মীরা হেঁটে ফিরে যাচ্ছিলেন। এ সময় তারা হঠাৎ নৌকা মার্কার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। বেশ কয়েকজন কার্যালয়ের ভিতরে প্রবেশ করে প্রচারণার কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া কার্যালয়ের সামনে রাখা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সড়কে চলাচলরত কয়েকটি যানবাহন ও পুলিশের গাড়ি ভাংচুর করে। বিএনপির নেতাকর্মীরা ১০টি গাড়ি ভাঙচুর করে। হামলায় আওয়ামী লীগের ৩৬ নেতাকর্মী আহত হয়েছেন বলে মহিউদ্দিন বাচ্চু দাবি করেছেন।
——বাসস