(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

বিভাগীয় প্রধান হতে রার্নাসআপের পুরস্কার গ্রহণকালে টিম ইনফার্নো

 

মহা সমারোহে টান টান উত্তেজনায় অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম কলেজ গণিত বিভাগের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। গত ২৪ শে জুন,শনিবার নগরীর বাকলিয়ার জি আর স্পোর্টস টার্ফে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
গণিত বিভাগের ৫ টি দল যথাক্রমে ব্ল্যাক ওলভস,ইনফার্নো,পাইরেটস,রোমিং ফেলকন্স ও টিম ফ্যান্টম এতে অংশ নেয়।পয়েন্ট ভিত্তিক রাউন্ড শেষে ফাইনালে অংশ নেয় ব্ল্যাক ওলভস ও ইনফার্নো।হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাই বেকারে ২-১ গোলে চ্যাম্পিয়ন হয় ব্ল্যাক ওলভস। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাছানুল ইসলাম,সহকারী অধ্যাপক জেসমিন আকতার,প্রভাষক ফয়সল মুহাম্মন মঈনুল কাদের ও এলামনাই সদস্য রা।
সেরা গোলদাতা হিসেবে পুরুস্কৃত হয়েছে ইনফার্নো এর তাকি, খেলোয়াড় ইনফার্নো এর মাহফুজ আহমেদ। বিভাগীয় প্রধান হাছানুল ইসলাম এ সময় গণিত বিভাগের এ ধরণের উৎসবমূখর আয়োজন কে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের এমন আয়োজনে বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
ইনফার্নো এর দলনেতা ও অন্যতম আয়োজক ইমন জানান,”চট্টগ্রাম কলেজ গণিত বিভাগ সব সময় ভিন্ন মাত্রার আয়োজন করে আসছে,আমরা আশা রাখছি সামনের দিন গুলোতে এই ধারা অব্যাহত থাকবে”।
পরবর্তীতে উপস্থিত শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email