ডেস্ক রিপোর্ট: জামালপুরে দুই ঘণ্টার ব্যবধানে ৪৪ জনকে কামড়িয়েছে কুকুর। গুরুতর আহতরা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ ঘটনা ঘটে।জামালপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতাল সূত্র জানায়, দুপুর পর্যন্ত ৪৪ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসেন। রেজিস্টার অনুযায়ী, এদের বেশিরভাগই শহরের ফুলবাড়িয়া এলাকার। অন্যরা শহরের অন্যান্য এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলোর।জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম রাজিব বলেন, ‘যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি না জানা যাচ্ছে না। তবে আক্রান্ত প্রত্যেকের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’রোগীদের অভিযোগ, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন (এআরভি) নেই, শুধু র্যাবিস ইমিউনি গ্লোবুলিন (আরআইজি) ইনজেকশন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মনীর চৌধুরী,
newsjoybangla71@gmail.com,
jbnews1971@gmail.com
স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ | জয় বাংলা নিউজ