
“বিশ্বতান” স্বর্ণপদক প্রতিযোগিতা ২০২৩”।চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক চেরাগি পাহাড় সংলগ্ন ‘কদম মোবারক এম. ওয়াই. বালক বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মে রোজ শুক্রবার সকাল ৯ টা অনুষ্টিত হয়।
উক্ত প্রতিযোগিতায় অনুষ্ঠানের নিয়ন্ত্রণ ও সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,অনুষ্ঠানের মূল নির্দেশক খোকন মালাকার,অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী কনক বিশ্বাস,সংগঠন এর সাধারণ সম্পাদিকা অর্পিতা আচার্য্য সহ আয়োজক কমিটির সদস্য-সদস্যাগণ।
অনুষ্ঠানের উদ্ভোদন করেন বীর মুক্তিযোদ্ধা ডা: জি.এম.সামশুদ্দিন, প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব নূর আনোয়ার হোসেন(জেনারেল ম্যানেজার,বিটিভি চট্টগ্রাম কেন্দ্র),২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন,শিল্পপতি জনাব রিয়াজ ওয়ায়েজ,এছাড়া সংবর্ধেয় অতিথি ছিলেন জিন্নাত আলী,নাসির উদ্দিন হায়দার,জনাব আরিফ আহমদ,ফারহানা বেগম,মো:আব্দুল নূর।