(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাশিয়ার ভূখণ্ডে এফ-১৬ ব্যবহার করবেন না জেলেনস্কি:মার্কিন প্রেসিডেন্ট

 

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পশ্চিমা দেশগুলোর দেওয়া এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার জাপানের হিরোশিমায় বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, ইউক্রেন এবং ওই অঞ্চলে যেখানে রুশ সেনা রয়েছে সেখানে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করা যেতে পারে।’ খবর রয়টার্সের

তিনি বলেন, জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে এফ-১৬ নিয়ে আলোচনা করেছেন তিনি। এফ-১৬ ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করবে না। তবে সামনে যা আসছে তা মোকাবিলা করতে সক্ষমতা দান করবে।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে দেওয়া এক সতর্কবার্তায় রোববার জি ৭ নেতারা বলেছেন, তারা ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email