(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোলার গ্যাস শীঘ্রই ঢাকায় আসছে

ডেস্ক রিপোর্ট: ভোলার কূপ থেকে প্রাকৃতিক গ্যাস সিএনজিতে (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে আনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। তিতাস গ্যাসের আওতাধীন এলাকার শিল্প-কারখানায় ভোলার এই গ্যাস সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) করে গ্যাস আনবে। পরে তা বাড়িয়ে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট করে আনবে। প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়বে ৪৭ টাকা ৬০ পয়সা। দুই মাসের মধ্যে ভোলার গ্যাস এনে সরবরাহের কথা রয়েছে।

রবিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কম্পানির সঙ্গে ইন্ট্রাকোর চুক্তি স্বাক্ষর হয়েছে।এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, সুন্দরবন গ্যাস কম্পানি লিমিটেডের এমডি তোফায়েল আহমেদ, জ্বালানি সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ইন্ট্রাকোর এমডি রিয়াদ আলীসহ প্রমুখ।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email