(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার মদনে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রোববার বিকেলে প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড়ে ভেঙে গেছে অসংখ্য ঘর-বাড়ি। আম, কাঁঠাল, লিচু, শাকসবজি ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ ও ডালপালা ভেঙে উপজেলার বিভিন্ন রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছে উপজেলার মানুষজন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তার ওপর থেকে গাছ ও ডালপালা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন।মদন পৌর সদরের বাসিন্দারা জানান, প্রায় এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে অনেক ঘর-বাড়ি ভেঙে গেছে। ঝড়ের পর থেকে বিদ্যুৎ না থাকায় অনেক বাড়িতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে রান্না করা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলা অন্ধকারাচ্ছন্ন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email