(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট:অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অভিযানে মুহাম্মদ আবু জায়তুন, ফাতি আবু রিজক ও আব্দুল্লাহ আবু হামদান নামে তিন ফিলিস্তিনি যুবক নিহত হন। এছাড়া ছয়জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মন্ত্রণালয়।

স্থানীয় বাসিন্দারা আল জাজিরাকে জানায়, সোমবার মধ্যরাতে ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে। তখন তারা ক্যাম্পের ভেতরে অ্যাম্বুলেন্স এবং সাংবাদিকদের প্রবেশ করতে বাধা দেয়।

এই অভিযানটি এ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল বলেছে স্থানীয়রা।চলতি বছরের শুরু থেকেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একের পর এক আক্রমন চালিয়েছে এবং এই মাসের শুরুর দিকে বালাটায় অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email