ডেস্ক রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এর মধ্য দিয়ে মাসব্যাপী জল্পনা-কল্পনার অবসান ঘটল। টানা দুবারের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি নগরবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান।
শনিবার (২০ মে) বিকেল সাড়ে তিনটায় প্রায় ৪৫ মিনিটের বক্তব্যে নগরীর রেজিস্ট্রি মাঠে এক জনসভায় এ ঘোষণার মধ্য দিয়ে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী দলের সিদ্ধান্তই মেনে নিলেন। তবে সিটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে নাগরিকদের নির্বাচনে অংশ না নেয়ারও আহ্বান জানান তিনি।
আরিফুল হক চৌধুরী নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল মুহিত ও স্থানীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রশংসা করেছেন।