(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট: আগামী মঙ্গলবার চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে হজযাত্রা। চলতি হজ মৌসুমে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।
চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। ডেডিকেটেড ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা রুটে আর চট্টগ্রাম থেকে মদিনা রুটে চলবে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার তাসলীম আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষ এবার হজ পালন করতে যাবেন। হজযাত্রীদের অসুবিধা বা হয়রানিমুক্ত যাত্রা নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। চট্টগ্রামের হজ ফ্লাইট ২৩ মে ভোর ৫টা থেকে শুরু হবে। ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রামের হজযাত্রীদের সৌদি আরব নেয়া হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email