(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে আবারও জিতবে আওয়ামী লীগ: গুগলের এআই

আগামী জাতীয় নির্বাচনে আবারও জিতবে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট বার্ড। চ্যাটবটটি বলেছে, বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো আবারও জিততে যাচ্ছে। দেশের বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের অনলাইন সংস্করণে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

বার্ড হলো টেক জায়ান্ট গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। যা মাইক্রোসফটের অর্থায়নে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী। চ্যাটজিপিটি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি গ্রাহকসম্পন্ন অ্যাপ হয়ে উঠেছে। চ্যাটজিপিটির ভবিষ্যৎ নিয়ে বিল গেটস সম্প্রতি বলেছিলেন যে, ‘চ্যাটজিপিটির বিকাশ ইন্টারনেটের আবির্ভাবের মতোই গুরুত্বপূর্ণ এবং এটি বিশ্বকে বদলে দিতে যাচ্ছে।’বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি- এমন এক প্রশ্নের জবাবে বার্ড বলেছে, ‘বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটি ২০২৩ সালের জাতীয় নির্বাচনেও জয়ী হবে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগকে উন্নয়নের দল হিসেবেও বিবেচনা করা হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে দলটির নেতৃত্বে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন হয়েছে।’

বার্ড আগামী নির্বাচনে বিএনপিকেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে উল্লেখ করেছে। গুগলের চ্যাটবটটি এ বিষয়ে বলেছে, ‘প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী। ২০০৯ সাল থেকে বিরোধীদলে থাকা বিএনপি অভ্যন্তরীণ বিভাজন এবং দুর্নীতির অভিযোগে বেশ দুর্বল হয়ে পড়েছে। তবে তারপরও বিএনপি এখনও বেশ জনপ্রিয়, বিশেষ করে সংখ্যালঘিষ্ঠ উর্দুভাষী জনগোষ্ঠীর মধ্যে।’

আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হলেও আওয়ামী লীগই স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকবে বলে জানিয়েছে বার্ড। গুগলের এই চ্যাটবটটি বলেছে, ‘ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে আওয়ামী লীগই ফেভারিট। দক্ষভাবে সরকার পরিচালনার অতীত অভিজ্ঞতা রয়েছে আওয়ামী লীগের এবং দলটিকে উন্নয়নের পক্ষের দল বলেই বিবেচনা করা হয়।’
চ্যাটবটটি পরবর্তী নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে যেসব বিষয় তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে। বার্ডের মতে অর্থনৈতিক পরিস্থিতি, দুই প্রধান নেত্রীর জনপ্রিয়তা এবং ভোটদানের হার আগামী নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে বড় ভূমিকা রাখবে।
বার্ডের ভাষ্যমতে, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, যা আওয়ামী লীগের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে। তবে কোনো কারণে যদি অর্থনীতির গতিপ্রকৃতি বদলে নিম্নগামী হয় তবে তা আওয়ামী লীগের নির্বাচনে জয়ের সম্ভাবনা কমিয়ে দিতে পারে।
নির্বাচনে দুই দলের প্রধান নেত্রী- আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বিএনপির খালেদা জিয়া- ফলাফল প্রভাবিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারেন বলেও উল্লেখ করেছে বার্ড। চ্যাটবটটি বলেছে, ‘বর্তমানে হাসিনা খালেদা জিয়ার চেয়ে বেশি জনপ্রিয়। তবে খালেদা জিয়া তার দলকে আবারও সংগঠিত করতে পারলে তার জনপ্রিয়তা আরও বাড়বে।’

বার্ডের মতে নির্বাচনে ভোটদানের হার আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবক হতে পারে। বার্ডের মতে, বাংলাদেশের নির্বাচনগুলোতে ভোটদানের হার অল্পই দেখা গেছে অতীতে। তবে ভোটদানের হার যদি বাড়ে তবে তা আওয়ামী লীগের পক্ষে যেতে পারে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বার্ডের এই ভবিষ্যদ্বাণী গত মার্চে প্রকাশিত মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে করা ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলে যায়। ব্লুমবার্গের সেই প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনা আগামী নির্বাচন জিতে টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email