(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

পুরো ফলাফল নয়, অনিয়ম হলে শুধু কেন্দ্রের ফল বাতিল করতে পারবে ইসি

ডেস্ক রিপোর্ট:  নির্বাচনের পুরো ফলাফল বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে না নির্বাচন কমিশন (ইসি)। অনিয়ম হলে শুধু কেন্দ্রের ফল বাতিল করতে পারবে।

বৃহস্পতিবার (১৮ মে) এ বিধি রেখে গণপ্রতিনিধিত্ব আইন-২০২৩ সংশোধনী মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সংশোধনীতে বলা হয়, নির্বাচন চলাকালে কোনো ভোটকেন্দ্রে অনিয়ম, কারসাজি ও ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রমাণ পেলে নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ভোট বা ফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিতে পারবে। তবে, নির্বাচনের পুরো ফলাফল বাতিল করতে পারবে না।
এ ছাড়া মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধ করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। রিটার্নিং কর্মকর্তার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা যাবে।একইসঙ্গে সংশোধিত আইনে একটি নতুন ধারা যোগ করা হয়েছে। সে ধারা অনুযায়ী, মিডিয়াকর্মীদের ওপর হামলা হলে, শাস্তির আওতায় আনা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email