(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

নগরীতে ২৩ অস্থায়ী পশুর হাট বসাতে চায় চসিক

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে এবার ঈদুল আজহায় তিনটি স্থায়ী পশুর হাটের সঙ্গে আরও ২৩টি অস্থায়ী পশুর হাট বসাতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ইতোমধ্যে এসব হাট বসানোর অনুমতি চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছে সিটি করপোরেশনের রাজস্ব শাখা। অনুমতি পাওয়ার পর পশুর হাটের ইজারা পক্রিয়া সম্পন্ন করবে চসিক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব শাখা সূত্র জানায়, এবার নগরীতে ২৩টি অস্থায়ী পশুর হাটের অনুমতি চাওয়া হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে। প্রস্তাবিত পশুর হাটগুলোর মধ্যে রয়েছে– নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কর্ণফুলী গরু বাজার (নুর নগর হাউজিং এস্টেট), ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন হাট, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের দক্ষিণে টি কে গ্রুপের খালি মাঠ, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের খেঁজুরতলা বেড়িবাঁধ সংলগ্ন খালি মাঠ, স্টিল মিল বাজার, পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, উত্তর পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, মুসলিমাবাদ টি কে গ্রুপের খালি মাঠ এবং মুসলিমাবাদ রোডের সিআইপি জসিমের খালি মাঠ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চর চাক্তাই চসিক উচ্চ বিদ্যালয়ের পাশে খালি জায়গায়, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের গলিচিপা পাড়া বারুনী ঘাট এবং একই ওয়ার্ডের বড়পোল সংলগ্ন গোডাউনের পরিত্যক্ত মাঠ, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড়, কয়লার ঘর ক্রিয়েটিভ স্কুলের সামনে, বকসু নগর মসজিদ সংলগ্ন মাঠ, মধ্যম শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পশ্চিম শহীদ নগর কালু কোম্পানির বাড়ির পাশে, কামরাবাদ সামাদপুর মোড় এবং হাজী পাড়া বারেক শাহ মাজার সংলগ্ন মাঠ, ৫ নম্বর মোহরা ওয়ার্ডের জান আলী স্টেশন সংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত মাঠ, দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডে সিডিএ বালুর মাঠ, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বাকলিয়া এক্সেস রোডের পাশে খালি মাঠ এবং ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরী হাট।

এছাড়া আগে থেকে সিটি করপোরেশনে তিনটি স্থায়ী পশুর হাট রয়েছে। এগুলো হলো– সাগরিকা পশুর বাজার, বিবিরহাট পশুর বাজার এবং পোস্তারপাড় ছাগলের বাজার।চট্টগ্রাম নগরীতে ২০২২ সালের ঈদুল আজহায় চসিকের ব্যবস্থাপনায় অস্থায়ী পশুর হাট বসে তিনটি, ২০২১ সালেও তিনটি এবং ২০২০ সালে চারটি অস্থায়ী পশুর হাট বসে। এবার সর্বাধিক সংখ্যক হাট বসাতে চায় সিটি করপোরেশন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘এ বছর আমরা নগরীতে ২৩টি অস্থায়ী বাজার বাসানোর সিদ্ধান্ত নিয়েছি। তালিকা অনুমোদনের জন্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন বিষয়টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। অনুমতি পাওয়ার পর ইজারাদার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email