(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্দারামাইয়া

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম। ১৩৫টি আসনে জিতে কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও দুই হেভিওয়েট নেতার মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াইয়ে অস্বস্তিতে পড়েছিল কংগ্রেস।

অবশেষে বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কংগ্রেসের পক্ষ থেকে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ঘোষণা করেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। তিনি হলেন ‘সিদ্দারামাইয়া। আগামী শনিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। তার ডেপুটি হিসেবে সেদিন শপথ নেবেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত শিবকুার কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতিও থাকবেন বলে জানানো হয়। খবর হিন্দুস্তান টাইমসের।গত রোববার গোপন ব্যালটে বিধায়কদের থেকে যে মত নেওয়া হয়েছিল, তাতে এগিয়ে ছিলেন সিদ্দারামাইয়া। আর তার ভিত্তিতেই সাবেক মুখ্যমন্ত্রীকেই ফের একবার গদিতে বসাচ্ছেন কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বর্তমান রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email