ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।ইমরানের রাজনৈতিক দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর (পিটিআই) প্রভাবশালী নেতা ফয়সাল চৌধুরী মঙ্গলবার এক টুইট বার্তায় ওই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।ফয়সাল চৌধুরী তার টুইটে জানান, ইসলামাবাদ হাইকোর্ট কমপ্লেক্স পাকিস্তানি রেঞ্জার্স আধাসামরিক বাহিনীর দখলে আছে। সেখানে আইনজীবীদের নির্যাতন করা হচ্ছে।স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইমরান খানকে রেঞ্জার্সের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন তার ভক্ত ও সমর্থকেরা। ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পুরো ইসলামাবাদে সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। এ ঘটনায় দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তবে, এই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, সেজন্য ১৪৪ ধারা জারি থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইসলামাবাদে এই অবস্থা অব্যাহত থাকবে।এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। গাড়িটিকে ঘিরে রেখেছে রেঞ্জার্সের সদস্যরা।