
ডেস্ক রিপোর্ট: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড় থেকে তিন জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।সোমবার (৮ মে) দুপুরে উপজেলার দুর্গম পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানা পুলিশ উপ-পরিদর্শক রাহুল।তিনি জানান, রোয়াংছড়ি পাইক্ষ্যং পাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।