ডেস্ক রিপোর্ট: ট্রলারে ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও পর্যটকেরা সুন্দরবনে ট্রলারে খাওয়া-দাওয়ার পর প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের অন্যান্য বস্তু, ওয়ান-টাইম খাবার পাত্রসহ নানা অপদ্রব্য নদীতে ফেলে পরিবেশ নষ্ট করছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। শনিবার (৬ মে) সকাল থেকে মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবন প্রবেশ বন্ধ করে বনবিভাগ।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ট্রলারে ডাস্টবিনের ব্যবস্থা থাকলেও পর্যটকেরা সুন্দরবনে ট্রলারে খাওয়া-দাওয়ার পর প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের অন্যান্য বস্তু, ওয়ান-টাইম খাবার পাত্রসহ নানা অপদ্রব্য নদীতে ফেলে পরিবেশ নষ্ট করছেন।এ কারণে বিষয়টি আমলে নিয়ে শনিবার থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ করা হয়।