(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হলো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান। দেশটির ওসাম বিমান ঘাঁটির কাছাকাছি শনিবার সকালে বিধ্বস্ত হয় বিমানটি। জানা গেছে, এটি যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ মডেলের যুদ্ধবিমান। বিধ্বস্তের সময় এটির প্রশিক্ষণ চলছিল। যুক্তরাষ্ট্রের একটি ৪র্থ প্রজন্মের যুদ্ধবিমান এটি। শনিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।

সিএনএনের খবরে জানানো হয়েছে যে, বিমানের পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছিলেন। তবে তিনি সামান্য আহত হয়েছেন এবং তাকে নিকটতম চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর মতে, এই ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। স্থানীয় দমকল বিভাগকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার গেয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়ন টুইটারে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পাইলট একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশগ্রহণ করছিলেন।

কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা নিয়ে তদন্ত চলছে। ওসান বিমান ঘাঁটি হল উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান। উত্তর কোরিয়া থেকে মাত্র ৬৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ঘাঁটি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email