(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা

ডেস্ক রিপোর্ট:  তিন বছর পর করোনাভাইরাস মহামারির জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৫ মে) সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘অত্যন্ত আশা নিয়ে আমি ঘোষণা করছি, কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।’তিনি আরও বলেন, ‘গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা আমাকে সুপারিশ করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি।’গেব্রিয়েসুস বলেন, বিশ্বকে পাল্টে দিয়েছে কোভিড, আমাদেরকেও বদলে দিয়েছে। আমরা যদি কোভিডের আগের অবস্থায় ফিরে যাই, আমরা যদি শিক্ষা নিতে ব্যর্থ হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থতার দিকে ধাবিত করব আমরা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই জরুরি অবস্থা প্রত্যাহার গত কয়েক বছরে এই খাতে অগ্রগতির ইঙ্গিত তুলে ধরছে। কিন্তু কোভিড-১৯ সমাজে থেকে যাবে। যদিও এটি এখন আর জরুরি পরিস্থিতি সৃষ্টি করছে না।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। করোনা সংক্রমণ শুরু হওয়ার এক মাস পর (৩০ জানুয়ারি) একে ‘গ্লোবাল ইমার্জেন্সি’ তথা বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email