ডেস্ক রিপোর্ট:মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়েছে। ফলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করে ওই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন সেটি বহাল থাকছে। ঢাকা বিভাগীয় কার্যালয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলা ট্রিবিউন।
বৃহস্পতিবার (৪ মে) আপিল কর্তৃপক্ষ ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তার আপিল নামঞ্জুর হয়।এদিকে জাহাঙ্গীর আলম এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “এখন আমি উচ্চ আদালতে যাব। আশা করি সেখানে ন্যায় বিচার পাব।”
এর আগে, ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে ওই কর্মকর্তা এই আদেশ দেন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, “জাহাঙ্গীর আলম মেয়র পদে এই নির্বাচনে যে সমস্ত কাগজপত্র দাখিল করেছেন তার সবকিছু সঠিক পাওয়া গেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী তিনি যে প্রতিষ্ঠানের জন্য জামিনদার হয়েছিলেন সেই প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হলো।”তফসিল অনুযায়ী ৩০ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে ইভিএমের মাধ্যমে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।