(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ, একদিনে আক্রান্ত ২৬৪ জন

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পরিস্থিতি আরও প্রকট হওয়ায় কন্ট্রোল রুম খুলেছে সিভিল সার্জন কার্যালয়। এ ছাড়া এই বিষয়ে সময়োপযোগী উদ্যোগ নেওয়াসহ সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শন শেষে ডায়রিয়ায় আক্রান্তের কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।একই সঙ্গে সব ইউনিয়নে একটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে মেডিকেল টিম পুনর্গঠন করে প্রস্তুত রাখতে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।এদিন সন্ধ্যায় সিভিল সার্জন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, জেলার ১৫ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৬৪ নারী-পুরুষ-শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জেলার বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় রোগীর সংখ্যা বেশি। তাই সিভিল সার্জন কার্যালয়ে একটি কন্ট্রোল রুম (ফোন নম্বর-০২৩৩৩৩৫৪৮৪৩) খোলা হয়েছে। ডায়রিয়া বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় মেডিকেল টিম এবং চিকিৎসা সামগ্রী মজুত রাখা হয়েছে।ডা. ইলিয়াছ বলেন, ডায়রিয়া বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাইকিং করা, স্যানিটারি পরিদর্শকদের তত্ত্বাবধান জোরদার, কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার, নিরাপদ পানির ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email